বাংলাদেশের জাতীয় সংগীত হলো —
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস,
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা, ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে
ও মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে সুধার মতো,
মা তোর বদনখানি মলিন হলে
আমি নয়ন জ্বলে ভাসি সোনার
বাংলা আমি তোমায় ভালোবাসি
0 Comments