রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া জেনে নিন
biddut
14 Sep, 2025
প্রিয় পাঠক,, আসসালামু আলাইকুম। আপনি নিশ্চয়ই রাজশাহী থেকে ঢাকা ট্রেনের
সময়সূচী ও ভাড়া সম্পর্কে জানতে চেয়েছেন? আমার এই আর্টিকেলে জানানো হবে
রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়ার তালিকা এবং ট্রেন কোথায় কোথায়
বিরতি দিয়ে থাকে। আসলে ট্রেন একটি গুরুত্বপূর্ণ যানবাহন যা মানুষ ও পন্য
পরিবহনের জন্য ব্যবহৃত হয়।
তাহলে জেনে নিন আপনি কোন ট্রেনে ভ্রমন করবেন আর ভাড়া কত লাগে তা বিস্তারিত জানতে
হলে আমার এই আর্টিকেল সম্পূর্ণভাবে পড়ুন।
পোস্ট সূচীপত্রঃ রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচি ও ভাড়া সম্পর্কে বিস্তারিত জেনে নিন। যারা রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেন সময়সূচী ভাড়া সম্পর্কে জানেন না তাদের জন্যই শুধু এই আর্টিকেল। রাজশাহী ও ঢাকার মধ্যে ট্রেন যোগাযোগ এটি জনপ্রিয়। বাংলাদেশ রেলওয়ে তথ্যমতে
রাজশাহী থেকে ঢাকা গামী বেশ কয়েকটি আন্তর্জাতিক আন্তঃনগর ইন্টারসিটি ট্রেন
নিয়মিত চলাচল করে। যেমনঃ সিল্ক সিটি এক্সপ্রেস ধুমকেতু এক্সপ্রেস এবং পদ্মা
এক্সপ্রেস।
সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী থেকে সকাল ৭ঃ৪০ মিনিটে রওনা দেয় এবং দুপুর
১টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায়। এছাড়া পর্দা এক্সপ্রেস বিকেলে
৪:০০টার সময় রাজশাহী থেকে রওনা দেয় এবং রাত ৯:৪০ মিনিটে ঢাকায় পৌঁছায়।
ধুমকেতু এক্সপ্রেস রাত ১১:২০ মিনিটে রাজশাহী সারে এবং পরের দিন ভোর ৪:৫০ মিনিটে
ঢাকায় পৌঁছায়। ট্রেনে যাত্রার সময় সাধারণত চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা হয় কিছু
ট্রেন একটু দীর্ঘ সময় নিতে পারে।
ভাড়া যাত্রীবৃন্দের শ্রেণী ও ট্রেনের ধরন অনুযায়ী পরিবর্তন হয়। সাধারণত শোভন
চেয়ার টিকিট প্রায় ৪০৫ টাকা, স্নিগ্ধা প্রায় ৭৭১ টাকা এবং এসি চেয়ার প্রায়
৯২৬ টাকা পর্যন্ত হতে পারে। যাত্রীর সুবিধার্থে অফিসার রেলওয়ে টিকিটিং সিস্টেম ও
রেল সেবা অ্যাপ ব্যবহারের সুযোগ রয়েছে। যেহেতু সময়সূচী ও ভাড়া মাঝে মাঝে
পরিবর্তন হতে পারে। যাত্রার পূর্বে রেলওয়ের অফিসিয়াল সাইট অথবা স্টেশন থেকে
সর্বশেষ তথ্য জেনে নেওয়া উত্তম।
রাজশাহী থেকে ঢাকা যায় যেগুলো ট্রেন
রাজশাহী রেলওয়ে স্টেশন উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলস্টেশন, যা রাজশাহী
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। পদ্মা নদীর তীরঘেঁষা এ শহরকে দেশের বিভিন্ন অঞ্চলের
সঙ্গে যুক্ত করতে স্টেশনটির ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ।স্টেশনভবনটি আধুনিক
স্থাপত্যে নির্মিত এবং যাত্রীদের জন্য প্রয়োজনীয় সুবিধা যেমন টিকেট কাউন্টার,
অপেক্ষমান কক্ষ ও পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম রয়েছে।
এখানে প্রতিদিন ঢাকাসহ চট্টগ্রাম, সিলেট ও উত্তরবঙ্গের বিভিন্ন রুটে ট্রেন চলাচল
করে বিশেষ করে পদ্মা এক্সপ্রেস, সিল্ক সিটি ও ধুমকেতু এক্সপ্রেস এই স্টেশন
থেকে যাত্রীদের প্রধান পরিবহন মাধ্যম হিসেবে পরিচিত। স্টেশনটির আশেপাশের সহজে
রিক্সা অটো ও বাসযোগে শহরের অন্যান্য স্থানে যাতায়াত করা যায়। রাজশাহী রেলওয়ে
স্টেশন শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয় বরং উত্তরবঙ্গের মানুষের বাণিজ্যিক ও
সাংস্কৃতিক কর্মকান্ডের একটি প্রধান সেতু বন্ধন হিসেবে কাজ করে।
বাংলাদেশ রেলওয়ে আন্তঃনগর সার্ভিসগুলোর মধ্যে রাজশাহী থেকে ঢাকা রোড একটি
গুরুত্বপূর্ণ রোড। শিক্ষার্থী, ব্যবসায়ী, যাত্রী, সবার জন্য এটি জনপ্রিয় কারণ
রেলপথ স্বল্প ব্যয় এবং অপেক্ষাকৃত আরামদায়ক ট্রেনের ধরন ভেদে যাত্রা সময় ভাড়া
এবং স্টপেজ বিভিন্ন স্টেশন আটকে যাওয়া ভিন্ন হতে পারে। নিজের সাম্প্রতিক কিছু
তথ্য ও তাদের রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেনগুলোর নাম সম্পর্কে কিছু তথ্য
দেওয়া হল।
ক্রমিক নাম্বার
ট্রেনের নাম
ট্রেন নাম্বার
০১
বনলতা এক্সপ্রেস
৭৯২
০২
মধুমতি এক্সপ্রেস
৭৫৬
০৩
সিল্কসিটি এক্সপ্রেস
৭৫৪
০৪
ধুমকেতু এক্সপ্রেস
৭৭০
০৫
পদ্মা এক্সপ্রেস
৭৬০
রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেনের সময়সূচী
রাজশাহী থেকে ঢাকা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় প্রায় পাঁচটি
ট্রেন চলাচল করে। রাজশাহী থেকে ঢাকা রুটে প্রতিদিন বেশ কয়েকটি আন্তঃনগর ট্রেন
চলাচল করে যা যাত্রীদের জন্য আরামদায়ক ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা এসব ট্রেন
নির্দিষ্ট সময়ে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে ঢাকায় পৌঁছায় ট্রেনগুলোতে
শোভন চেয়ার, স্নিগ্ধা, এসি সি ট এবং এসি বাথরুম সহ বিভিন্ন শ্রেণীর আসন থাকে
যাত্রীর গড় সময় প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা । যাত্রীদের যাত্রার আগে সময়সূচী
যাচাই করে এবং অগ্রিম টিকিট কেটে রাখা উচিত যাতে আরামদায়ক ও নির্বিঘ্নে ভ্রমণ
নিশ্চিত করা যায়।
ক্রমিক নাম্বার
ট্রেনের নাম
ছাড়ার সময়
পৌঁছানোর সময়
০১
বনলতা এক্সপ্রেস (৭৯২)
সকাল ০৭ঃ০০
সকাল ১১ঃ৩০
০২
মধুমতি এক্সপ্রেস (৭৫৬)
সকাল ০৬ঃ৪০
দুপুর ০২ঃ০০
০৩
সিল্ক সিটি এক্সপ্রেস (৫৫৪)
সকাল০৭ঃ৪০
দুপুর ০১ঃ৩০
০৪
ধুমকেতু এক্সপ্রেস (৭৭০)
রাত ১১ঃ২০
ভোর ০৫ঃ৫০
০৫
পদ্মা এক্সপ্রেস (৭০৭)
বিকেল ০৪ঃ০০
রাত ০৯ঃ৪০০
রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেনের ছুটির দিন
রাজশাহী থেকে ঢাকা রুটে প্রতিদিন একাধিক আন্তঃনগর ট্রেন চলাচল করে যা যাত্রীদের
জন্য অত্যন্ত সুবিধাজনক । তবে প্রতিটি ট্রেনের নির্দিষ্ট সাপ্তাহিক ছুটির দিন
রয়েছে যেদিন ট্রেনটি চলাচল করে না। যাত্রীদের ভ্রমণ পরিকল্পনা করার আগে এই
ছুটির দিন সম্পর্কে জানা জরুরী, যাতে অনাকাঙ্ক্ষিত সমস্যায় না পড়তে হয়।
আগেভাগে ছুটির দিন যাচাই করলে ভ্রমণ আরামদায়ক ও নির্বিচ্ছিন্ন হয়। নিচে
জনপ্রিয় ট্রেনগুলোর ছুটির দিন কে ভুক্ত করা হলো।
ক্রমিক নাম্বর
চেয়ারের নাম
ভাড়া
০১
শোভন চেয়ার
৪০৫ টাকা
০২
স্নিগ্ধা
৭৭১ টাকা
০৩
এসি ভিড সিট
৯২ টাকা
০৪
এফ সিট
৮৯৭ টাকা
০৫
এসি বার্থ
১৩৮৬টাকা
রাজশাহী থেকে ঢাকা ট্রেনের অনলাইন টিকিট
আপনি রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে জেনে তারপরে অনলাইনে টিকিট কাটতেছেন তো।বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের জন্য অনলাইন টিকিট
সেবার ব্যবস্থা করেছে। যারা রাজশাহী থেকে ঢাকা যাত্রীদের জন্য বিশেষ সুবিধা জনক
আগে যেখানে টিকিট কাটতে স্টেশনে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো এখন ঘরে বসেই সহজে
টিকেট সংগ্রহ করা যায়। অনলাইন টিকিট কেনার জন্য যাত্রীদের বাংলাদেশ রেলওয়ের
অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ ব্যবহার করতে হয় এবং যাত্রার তারিখ ট্রেনের
নাম সিটের ধরন এবং যাত্রী তথ্য দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হয় পেমেন্ট সম্পন্ন
হলে একটি টিকিট পাওয়া যায়।
যা প্রিন্ট বা মোবাইলে সংরক্ষণ করে ভ্রমণের দিন প্রদর্শন করা যায়। এই অনলাইন
সিস্টেমটি যাত্রীদের সময় শ্রম এবং অপ্রয়োজনীয় ঝামেলা কমিয়ে দিয়েছি বিশেষ করে
উৎসবের সময় অগ্রিম টিকেট বুকিং এর সুযোগ যাত্রীদের অনেক সুবিধা দেয়। অনলাইন
টিকেট ব্যবস্থার ফলে যাত্রীরা স্বচ্ছতা, নিরাপত্তা এবং নির্ভরযোগ্য সেবা পেয়ে
থাকেন। ফলে রাজশাহী থেকে ঢাকা যা দাওয়াত আরো সহজ দ্রুত এবং আধুনিক হয়েছে। এখন
অধিকাংশ মানুষই অনলাইনে ক্রিকেট কাটছে কারণ এতে সময়ও লাগছে না আবার দ্রুত টিকেট
কাটাও হয়ে যাচ্ছে। অনলাইনে টিকিট কাটা সব দিক দিয়েই সুযোগ তৈরি করেছে।
অনলাইনে টিকেট কাটার নিয়ম
বাংলাদেশ রেলওয়ে অফিশিয়াল ওয়েবসাইট e-ticket.railway.gov.bd এ প্রবেশ করুন
।
Register অপশনে ক্লিক করে নাম ফোন নাম্বার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে একটি
নতুন অ্যাকাউন্ট তৈরি করুন ।
মোবাইল নম্বরে একটি otp কোড যাবে সেটি দিয়ে একাউন্ট ভেরিফাই করুন ।
এরপর অ্যাকাউন্ট লগইন করুন ।
যাত্রার তারিখ , প্রস্থান স্টেশন এবং গন্তব্য স্টেশন নির্বাচন করুন ।
যাত্রীর সংখ্যা এবং ট্রেন ক্লাস (শোভন, স্নিগ্ধা, চেয়ার) বাছাই করুন।
বিকাশ নগদ রকেট বা ব্যাংক কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করুন ।
পেমেন্ট সফল হলে আপনার ইমেইল ওয়েবসাইট একাউন্টেই টিকেট চলে আসবে ।
এটি প্রিন্ট করুন বা মোবাইলে সংরক্ষণ করুন এবং যাত্রার দিন তা প্রদর্শন করুন।
রাজশাহী থেকে ঢাকা ট্রেনের স্টপেজ স্টেশন লিস্ট
রাজশাহী থেকে ঢাকার রোডটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রেলপথ। এই
রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনগুলো সেবা দেওয়ার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ
স্টেশনে থামে। এসব স্টপেজ স্টেশন যাত্রীদের ওঠা নামার সুযোগ করে দেয় এবং আঞ্চলিক
যাতায়াত সহজ করে। সাধারণত রাজশাহী থেকে ঢাকা গামী ট্রেনগুলো নাটোর,
আত্রাই,সান্তাহার ,জয়পুরহাট, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু পূর্ব এবং গাজীপুর
স্টেশনে হয়ে ঢাকায় পৌঁছায়।
কিছু ট্রেন সব স্টেশনে না থেমে নির্দিষ্ট কয়েকটি বড় স্টেশনে থামে। এই
স্টপেজ ব্যবহার যাত্রীদের জন্য ভ্রমণকে আরো সুবিধা জনক করে তুলেছে এবং অঞ্চল
গুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেনের মনোমুগ্ধকর ভ্রমণ অভিজ্ঞতা
রাজশাহী থেকে ঢাকা যাওয়ার ট্রেন যাত্রা শুধু গন্তব্যে পৌঁছানোর একটি মাধ্যম নয়
বরং এটি এক মনোমুগ্ধকর ভ্রমণ অভিজ্ঞতা। এই পথটি দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে
শুরু হয়ে মধ্যাঞ্চল অতিক্রম করে ঢাকায় পৌঁছায় । যাত্রা পথে ট্রেনটি পদ্মা ও
যমুনা নদীর বিস্তৃত সমভূমি সবুজ মাঠ গ্রামীণ জনপদ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
নানার দেশের মধ্য দিয়ে অগ্রসর হয়। বরেন্দ্রভূমির উঁচু নিচু সবুজাভ এলাকা পার
হওয়ার পর যখন ট্রেন নদী পার হয়। তখন জানালার বাহিরে ভেসে ওঠে নদীর বিস্তীর্ণ
জলরাশি নৌকায় চলাচল আর পাখির ওড়াউড়ি যা যাত্রীদের মনে এক স্বতন্ত্র প্রশান্তি
এনে দেয়।
ট্রেনের জানালা দিয়ে দেখা যায় ধানক্ষেত, কলাগাছের শারি, পুকুরে শাপলাফুল
আর মাটির ঘরে সাজানো গ্রামীন জীবনযাত্রা রঙিন ছোঁয়া। পথের ধারে ছোট ছোট
স্টেশনগুলোতে মানুষের কোলাহল বিক্রেতাদের হাত ডাক এবং চায়ের দোকানের ধোঁয়া
যাত্রাকে আরো জীবন্ত করে তোলে। ভোরের আলো বা সন্ধ্যার আভায় যখন এই পথ পাড়ি
দেওয়া হয় । তখন সূর্যোদয় বা সূর্যাস্তের সৌন্দর্য যাত্রার ক্লান্তি ভুলিয়ে
দেয় রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত ট্রেন ভ্রমণ তাই শুধু পরিবহনের মাধ্যম নয় এটি
বাংলার প্রকৃতি ও সংস্কৃতির এক চমৎকার প্রতিচ্ছবি উপভোগের সুযোগ।
শেষ কথা, রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া
রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী ও ভাড়া সম্পর্কে আশা করি জেনে গেছেন।আসলে
ট্রেন ভ্রমণ নিরাপদ আরামদায়ক এবং তুলনামূলকভাবে সাশ্রীর হওয়ায় এটি শহর ও
গ্রামীণ এলাকায় সমান জনপ্রিয়। দ্রুতগতির ট্রেন দীর্ঘ দূরত্ব অল্প সময়ে
অতিক্রম করতে সাহায্য করে। মালবাহী ট্রেন শিল্প ও বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে। পরিবেশ বান্ধব এই যানবাহন যানজট কমাতে এবং অর্থনীতিকে গতিশীল করতে
বিশেষভাবে সহায়ক। তাই ট্রেন শুধু যাকাতের মাধ্যম নয় বরং আধুনিক সভ্যতার একটি
অপরিহার্য অংশ।
প্রিয় পাঠক, আজকের এই আর্টিকেলটি রাজশাহী থেকে ঢাকা ট্রেনের সময়সূচী সম্পর্কে
বিস্তারিত আলোচনা করলাম। আপনি যদি রাজশাহী থেকে ঢাকা ট্রেনের নিয়মিত চলাচল করে
থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।
আজকের এই আর্টিকেল টি আমরা দেখেছি কিভাবে সহজেই আপনি অনলাইনে ট্রেনের টিকিট
কাটবেন।
এছাড়াও রাজশাহী থেকে ঢাকা ট্রেন স্টেশন তালিকা সম্পর্কে ও আলোচনা করলাম। আশা
করছি আর্টিকেলটি আপনার একটু হলেও উপকারে আসবে। আর আপনি যদি এই আর্টিকেলটি পড়ে
একটু উপকৃত হতে পারেন। তাহলে আবারও এই ওয়েবসাইটে এরকম তথ্য পেতে ভিজিট করবেন।
ক্রিয়েটিভ ভেরিটিনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url