১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া বিস্তারিত জানুন

 প্রিয় পাঠক আসসালামু আলাইকুম, আপনি নিশ্চয়ই ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে চাচ্ছেন। তাহলে এই আর্টিকেল শুধু আপনার জন্যই। কারণ এই আর্টিকেলে আপনাদের জানাবো ১০ হাজার টাকায় আপনি কিভাবে ব্যবসা শুরু করতে পারবেন? 

আপনার যদি পুঁজি বা মূলধন বেশি না থাকে তাহলে আপনি খুব অল্প টাকায় আপনার ব্যবসা দাঁড় করাতে পারবেন। আপনার কাছে টাকা খুবই অল্প চিন্তার কোন কারণ নেই কারণ আজকেই আর্টিকেল থাকছে আপনি কিভাবে অল্প পুজিতে লাভজনক ব্যবসা করতে পারবেন। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। 

সূচিপত্রঃ ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া 

১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনি জানতে আগ্রহী হলে নিচের লেখাটি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়বেন। এই এখন বর্তমান যুগে ব্যবসা করতে হলে বড় অংকে টাকার প্রয়োজন হয় না। আপনি এখন মাত্র ১০ হাজার টাকা দিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এবং ভবিষ্যতে সফল হতে পারবেন। আপনি যদি জানতে চান 10000 টাকায় কিভাবে সফল হব তাহলে এই আর্টিকেলটি থেকে ব্যবসার ২৫ টি আইডিয়া পেয়ে যাবেন।
  1. বিভিন্ন পণ্য বিক্রির ব্যবসা যেমন টি-শার্ট বিক্রি 
  2. কসমেটিক বিক্রি  ব্যবসা 
  3. চশমা ও ঘড়ি বিক্রি ব্যবসা 
  4. মোবাইল সার্ভিসিং ব্যবসা 
  5. শাড়ি কিনবা বিভিন্ন ড্রেস লুঙ্গি বিক্রি ব্যবসা 
  6. চা বা স্ন্যাকস এর দোকান ব্যবসা 
  7. বাড়িতে কেক বিক্রি ব্যবসা 
  8. ফুচকা ও চটপটি বিক্রি ব্যবসা 
  9. জুস বা আইসক্রিম বিক্রি ব্যবসা 
  10. রাস্তায় পিঠা বিক্রি ব্যবসা 
  11. ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে ব্যবসা 
  12. কনটেন্ট রাইটিং বা ব্লগিং ব্যবসা
  13. ইউটিউব ব্যবহার করে ব্যবসা 
  14. বিভিন্ন ভিডিও বা রিলস তৈরি করে ব্যবসা 
  15. ক্যানভা দিয়ে ডিজাইন সার্ভিসিং ব্যবসা 
  16. রাস্তায় রাস্তায় ক্যান্ডেল বা জোতা বিক্রি ব্যবসা 
  17. ফুটপাতে  তরকারি বিক্রি ব্যবসা
  18. বিভিন্ন ধরনের সাবান বা পারফিউম বিক্রি ব্যবসা 
  19. চুল বিক্রি ব্যবসা 
  20. ঘরে তৈরি বিভিন্ন খাবার তৈরি বিক্রি ব্যবসা 
  21. বিকাশে সার্ভিস দিয়ে ব্যবসা 
  22. বাইক বা কার ধোয়ার সার্ভিস ব্যবসা 
  23.  জমিতে নার্সারি দিয়ে ব্যবসা 
  24. লন্ড্রি সার্ভিস ব্যবসা 
  25. টুপি তৈরি করে ব্যবসা

ব্যবসা শুরু করবেন কিভাবে 

আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন অনেক ব্যবসায়ীদের থেকে পরামর্শ অভিজ্ঞতা আপনাকে জানতে হবে। আর প্রথম কথা হলো ব্যবসা করতে হলে আপনাকে ধৈর্যধারণ পরিকল্পনা এবং পরিশ্রম করতে হবে। আপনাকে বেছে নিতে হবে আপনি কোন ব্যবসা দার করাতে চান আপনি কি মুদি দোকান করতে চান তাহলে আপনাকে মুদি দোকানদারের সাথে আগে পরামর্শ করে শুরু করতে হবে। আপনি যদি ফুটপাতে দোকান দিয়ে বসেন সেটাও লাভজনক একটা ব্যবসা। প্রথমে আপনাকে ধৈর্য ধারণ করতে হয় পরে আপনি নিজেই বুঝতে পারবেন ব্যবসা কতটা লাভজনক। 

একটি ছোট বিজনেস তৈরি করতে হলেও আপনাকে মূলধন ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া কোন ব্যবসা দার করানো যায় না। আপনি যদি লাভজনক ব্যবসা করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে গ্রাহক কোনটির চাহিদা কিংবা বাজারে চাহিদা কোনটা সবচেয়ে বেশি সেটা নিয়ে আপনাকে ব্যবসা শুরু করতে হবে। আপনি প্রথমে একটা ছোট দোকান দিয়ে শুরু করে দেন। আপনি প্রথমে তেল দিয়ে শুরু করেন। ২০ লিটার তেল নিয়ে আসে আপনি বাজারে বিক্রি করেন। 

তারপরে তার দ্বিগুণ করেন এইভাবে আপনাকে ব্যবসা বাড়িয়ে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে গ্রাহকের বিশ্বাস অর্জন এবং মান বজায় রাখতে হবে। কাস্টমারের সাথে ভালো ব্যবহার মানসম্মত পণ্য গ্রাহকদের আস্থা অর্জন করে যা আপনার ব্যবসাকে টিকিয়ে রাখতে সাহায্য করবে। আর এভাবেই আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন।

নতুন ব্যবসা-বাণিজ্যের আইডিয়া ২০২৫


২০ হাজার টাকায় ব্যবসার আইডিয়া

৫০  হাজার টাকায় ব্যবসার আইডিয়া

৩০ হাজার টাকায় ব্যবসা


৫ হাজার টাকায় ব্যবসা


গ্রামে বসে যেভাবে ব্যবসা করবেন


শহরে বসে যেভাবে ব্যবসা করবেন


শেষ কথা, ১০ হাজার টাকায় ২৫ টি ব্যবসার আইডিয়া

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

ক্রিয়েটিভ ভেরিটিনীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url